ফটিকছড়িতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

দুই ঘণ্টা সড়ক বন্ধ, আতঙ্ক

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৪:৪৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ির হেঁয়াকোতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ফটিকছড়িঢাকাখাগড়াছড়ি সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। গতকাল সোমবার দুপুরে দাঁতমারা হেঁয়াকো বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন মো. বাবুল (৬০), আব্দুল মালেক অনু (৩৫), মো. শরিফ (২৮) প্রমুখ। তারা স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পদে দায়িত্বরত। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হেঁয়াকো বাজারে সরকারি জায়গা দখলবেদখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার চৌধুরী সমর্থিত ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন গ্রুপ। এ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুপাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। এর আগে নুরুল আমীন ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর সমর্থিত নাছির উদ্দিন বিপ্লব গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। থেমে থেমে প্রায় ১ ঘণ্টা ধাওয়াপাল্টা ধাওয়ায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। এ ঘটনায় পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমীন বলেন, হেঁয়াকো এলাকায় দলীয় নাম ভাঙিয়ে কোনো অবস্থায়ই চাঁদাবাজি বরদাশত করা হবে না।

বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লব বলেন, এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ওই ধরনের কোনো কার্যক্রমে আমি জড়িত নই।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাওসি (তদন্ত) নুরুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, আশা করি দুপক্ষের বিরাজমান পরিস্থিতি শান্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধসিদ্ধান্ত ছাড়াই শেষ মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক
পরবর্তী নিবন্ধচর বাকলিয়ায় পর্যটন কেন্দ্র গড়তে চায় চসিক