চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় পুকুরের পানিতে ডুবে আল আরাফাত (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরহাম ওই এলাকার মো মহীন মির্জার ছেলে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দক্ষিণ পাইন্দং এর ফাতেমা বাপের বাড়িতে দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর পিতা মহীন মির্জা জানান, সকালে খেলতে খেলতে এক পর্যায়ে শিশুটি বাড়ির সামনে পুকুরে চলে যায়। শিশুটিকে উঠোনে না দেখে বাড়ির সকলেই খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুজির পর পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করা হয়। শিশুটিকে স্থানীয় নাজিরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।












