ফটিকছড়িতে পুকুরে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:৩৭ পূর্বাহ্ণ

বাবার সঙ্গে জিয়ারতের উদ্দেশ্যে মাইজভান্ডার দরবার শরীফে এসে চিরবিদায় নিল জাহিদ হাসান (১৩) বাবলা নামে এক কিশোর। তার বাবা বলেন, একসাথে পুকুরে গোসল করছিলাম। তাকে বলেছিলাম তার মাকে ডাকতে। ভেবেছিলাম মাকে ডাকতে গেছে। আমাদের চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু কেউ কিছু টের পায়নি। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ তাকে পুকুরেই পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেয়া হলেও ডাক্তার জানিয়ে দেন, আমার বাবলা আর নেই।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, বাবলা তার পরিবারের সঙ্গে মাইজভান্ডারে ওরশ শরীফে এসেছিল। সে সাঁতার জানতো না। কীভাবে পানিতে পড়েছে, পরিবারের কেউই বুঝতে পারেনি। পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি এবং তারা মরদেহ নিয়ে নিজ বাড়িতে চলে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও আবাসিক এলাকা এ-ব্লক কল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা