ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৪:১৮ অপরাহ্ণ

ফটিকছড়ি ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে সাড়ে ৪ বছর বয়সী মোহাম্মদ রাফি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত রাফি ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাশেম চৌধুরী বাড়ির মো: হাসানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুটি খেলার এক পর্যায়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির সামনের পরিত্যক্ত পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে প্রতিবেশিরা দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে আগুনে পুড়লো মুদি দোকানের গোডাউন, দোকান ও বসতঘর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ চক্রের চার সদস্য গ্রেফতার