একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ মো. মীর কাশেম (৪০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭। গত শুক্রবার রাতে ফটিকছড়ি থানার নানুপুর এলাকা থেকে তাকে আটক করার তথ্য জানিয়েছে র্যাব। মীর কাশেম পশ্চিম নানুপুর এলাকার মৃত ফজিল আহাম্মদের ছেলে। র্যাব-৭ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার রাতে নানুপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ কাশেমকে আটক করা হয়েছে। কাশেম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।