ফটিকছড়িতে পিস্তল ও গুলিসহ যুবক আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ মো. মীর কাশেম (৪০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। গত শুক্রবার রাতে ফটিকছড়ি থানার নানুপুর এলাকা থেকে তাকে আটক করার তথ্য জানিয়েছে র‌্যাব। মীর কাশেম পশ্চিম নানুপুর এলাকার মৃত ফজিল আহাম্মদের ছেলে। র‌্যাব-৭ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার রাতে নানুপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ কাশেমকে আটক করা হয়েছে। কাশেম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধবর্ণিল উৎসবে নতুন বছরকে বরণ করল পোশাক শ্রমিকরা
পরবর্তী নিবন্ধপ্রথম দিন শেষে কিছুটা স্বস্তিতে বাংলাদেশে