চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের পর রাজু মিয়া (২০) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের খনকাইয়া খালে ওই তরুণের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।
নিহত যুবক রাজু একই এলাকার দাইমুল্লাহ তালুকদার বাড়ির কবির হোসেনের ছেলে।
এর আগে ২১ জানুয়ারি রাতে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে। পরে নিহতের পিতা বাদি হয়ে একটি অপহরণ মামলা করেন। এতে মেয়ের বোন জামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সোয়েব সিকদার।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।












