ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড সাইরা পাড়া নাহির মোহাম্মদ চৌধুরী বাড়ির মরহুম নজির আহমদ চৌধুরী স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় প্রধান ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার আলমগীর। টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্যবসায়ী ও ক্রীড়াবিদ মো. এমরান হোসেন। এতে বক্তব্য রাখেন ফটিকছড়ি নাজিরহাট বাজার বণিক কল্যান সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী। প্রবাসী মো. হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উত্তর যুবদলের সহ-সভাপতি মনচুর আলম চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মো. ইউচুপ, মো. আলাউদ্দিন চৌধুরী, মিয়া মোশরাফুল আনোয়ার মশু, এমদাদ হোসেন,মামুন প্রমুখ।