ফটিকছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার খিরাম ইউনিয়নের দৌলত মুন্সিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের খোরশেদ বীজ ভান্ডারে দুর্বৃত্তরা আগুন দিলে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে খোরশেদ বীজ ভান্ডারের কীটনাশক ও বীজ, রুবেলের টেইলারিং দোকান এবং মাহাবু সওদাগরের গুদামে থাকা বিভিন্ন মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোরশেদ বীজ ভান্ডারের মালিক খোরশেদ জানান, তার দোকানে সবচেয়ে বেশি মালামাল ছিল, যা আগুনে ভস্মীভূত হয়েছে। তিনি দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার দোকানে আগুন দেওয়া হয়েছে।
দৌলত মুন্সিরহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক সাইম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, প্রায় চার মাস আগেও একই দোকানে পূর্বশত্রুতার জেরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











