ফটিকছড়িতে হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ওই স্কুলের শতাধিক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তারা উপজেলা নির্বাহী পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করে।
এ সময় তারা- ‘আমার বোন মরলো কেন? জবাব চাই’। ‘বোন কেন কবরে? খুনি কেন বাইরে? প্রশাসনের জবাব চাই’। এভাবে নানা শ্লোগানে প্রতিবাদ জানান।