ফটিকছড়িতে দিনমজুরকে কুপিয়ে হত্যা

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে মো. সুমন (৩০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে খিরাম ইউনিয়নের প্রেমপুর এলাকার একটি টিলার ঢালু থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে ফটিকছড়ি থানা পুলিশ। জানা যায়, দিনমজুর সুমন গত মঙ্গলবার সকাল ৭টায় কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরে যাননি। নিহত সুমনের বাড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে হলেও দীর্ঘদিন ধরে সে ধর্মপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের একটি টিলায় স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে খিরাম ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মো. রমজান আলী জানান, পুলিশে খবর দিলে পরে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। সুমনের সাথে কারো শত্রুতা ছিল না।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) দেওয়ান শামস্‌ উদ্দিন বলেন, খিরাম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআবার আলোচলায় সিএনজির মিটার
পরবর্তী নিবন্ধঅর্ধেক ভেন্টিলেটর অকেজো খুঁড়িয়ে চলছে আইসিইউ সেবা