ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে ফটিকছড়িতে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বিবিরহাট বাজার, চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এর আগে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন।
গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার আলমগীর বলেন– ফটিকছড়িতে আমাকে নয় তৃণমূলকে মনোনয়ন দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল বিএনপি কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করবে না। আমাকে নমিনেশন দেওয়ায় চাঁদাবাজ সন্ত্রাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এ ফটিকছড়িতে চলতে দেওয়া হবে না। এলাকাবাসীর উদ্দেশ্যে সরওয়ার আলমগীর বলেন– আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের সরওয়ার আলমগীর এবং আপনাদেরকে চেনেন। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, ফটিকছড়ির জন্য সর্বোচ্চ কাজ করবো। ফটিকছড়ি ১৮ টি চা বাগান ও ২ টি রাবার বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবো। এই এলাকায় একটি শিল্প জোন গড়ে তোলার চেষ্টা করবো। এখানকার তরুণ যুবকদের কর্মসংস্থান সৃষ্টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিবো
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্ব ও সদস্য সচিব শাহনেওয়াজ সেবুলের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিমুদ্দিন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক এজাহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাসিরুদ্দিন চৌধুরী, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মনসুর আলম চৌধুরী , বেলাল উদ্দিন মেম্বার উপস্থিত ছিলেন।












