ফটিকছড়িতে তালাবদ্ধ ঘরে কবিরাজের গলাকাটা লাশ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে আবুল মনছুর (৫২) নামে এক কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের রাঙ্গামাটিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মনছুর বৈদ্য হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালাবি পাড়ার নিহত শফি আলমের প্রথম পুত্র।

নিহতের মা জাহানার বেগম বলেন, আমার ছেলে বৈদ্যর কাজ করত। আমাদের পরিবারের ৪ জন এ আশ্রয়ণ প্রকল্পে থাকি। মনছুর বেশিরভাগ সময় বাড়িতে থাকতো, এখানে (আশ্রয়ণ প্রকল্পে) মাঝেমধ্যে রোগী আসলে আসতো। গত সোমবার তার কাছে মোটরসাইকেল নিয়ে রাত ১০টার দিকে কিছু রোগী এসেছিল। তার পরদিন থেকে তাকে আর খোঁজ পাচ্ছিলাম না। সে যে ঘরে থাকতো সেখান দুটি তালা দেওয়া ছিল। পরে আজ তালা ভেঙে দেখি তার মরদেহ।

জানা যায়, নিহত মনছুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে আসতেন মাঝেমধ্যে। যে ঘরে থাকতেন সেখানে বাইরে থেকে দুটি তালা দেওয়া ছিল। গতকাল সকালে গন্ধ ছড়ালে ঘরের তালা ভেঙে ভিতরে গিয়ে দেখা যায় রান্নাঘরে তার গলাকাটা লাশ পড়ে আছে। পরে পুলিশে খবর দেয়া হয়।

ফটিকছড়ি থানার ওসি নুর আহম্মেদ বলেন, খবর পেয়ে আমরা রাঙ্গামাটিয়া আশ্রয়ণ প্রকল্প থেকে মনছুর নামের একজনের লাশ উদ্ধার করেছি। লাশের গলাকাটা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধএক বর্ষায় বিলীন রাম্বল স্ট্রিপ, দুর্ঘটনার শঙ্কা
পরবর্তী নিবন্ধঢাবি ছাত্রদলের কমিটিতে একাধিক ছাত্রলীগ নেতা