ফটিকছড়িতে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২৩ মে, ২০২২ at ২:১৬ অপরাহ্ণ

ফটিকছড়িতে ট্রাক চাপায় আবুল কাশেম(৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে৷

আজ সোমবার(২৩ মে) সকাল ৯টায় নাজিরহাট পৌরসভার সুয়াবিল টেকের দোকান ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ী ওই এলাকার ইউছুপ আলী চৌধুরীর বাড়ী৷তে

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গরু চরাতে গিয়ে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন আবুল কাশেম। এ সময় বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয়। সাথে সাথেই পালিয়ে যায় ট্রাকচালক।

স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধহালদায় ৪৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ