‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ স্লোগানকে ধারন করে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচীর আওতায় ফটিকছড়িতে জেলা ক্রীড়া অফিস আয়োজিত স্কুল কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকালে ফটিকছড়ি তৌহিদুল আনোয়ার হাই স্কুল মাঠে ফটিকছড়ি উপজেলার ৫টি স্কুলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তৌহিদুল আনোয়ার হাই স্কুল ৩৬–১৭ পয়েন্টে ফটিকছড়ি করোনেশন হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে দুপুরে জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর, তৌহিদুল আনোয়ার হাই স্কুলের প্রধান শিক্ষিকা কাউছার বেগম। অনুষ্ঠানে ফটিকছড়ি করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দীন, নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমরান হোসেন এবং অংশগ্রহণকারী স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাথমিক পর্বের খেলা শেষে ফাইনালে তৌহিদুল আনোয়ার হাই স্কুল ৩৬–১৭ পয়েন্টে ফটিকছড়ি করোনেশন হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর। খেলা পরিচালনা করেন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক মোহাম্মদ সাইফুল্ল্যাহ মুনির রনি ও তৌহিদুল আনোয়ার হাই স্কুলের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ রুবেল হাসান। কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলগুলো হল: ফটিকছড়ি করোনেশন হাই স্কুল, নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, তৌহিদুল আনোয়ার হাই স্কুল, হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় ও বারমাসিয়া এ কে উচ্চ বিদ্যালয়।