ফটিকছড়িতে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২৭ অক্টোবর সোমবার ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জুলাই ঐক্য পরিষদ এই খেলার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনচট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রথম শহীদ ওয়াসিমের পিতা মো. শফিউল আলম। বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, সারোয়ার আলম, মুহাম্মদ আবদুল জব্বার, একরামুল হক, ছাত্রঅধিকার পরিষদের রবিউল হাসান তানজিম, ক্রীড়া সংগঠক এম মোর্শেদ হাজারী, মনসুর চৌধুরী, আজম খান, ওসমান তাহের সম্রাট, বেলাল উদ্দিন মুন্না, রিফাত চৌধুরী, মো. মুজিবুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৪ ক্রিকেট খেলোয়াড়দের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধনয়ন নাথ নিরব স্মৃতি ক্রিকেটে বন্দর স্পোর্টস কমপ্লেক্সের জয়