ফটিকছড়িতে জামায়াত প্রার্থী নুরুল আমিনের প্রচারণা শুরু

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল শুক্রবার তিনি তার মাতাপিতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি মরহুম পিতামাতার আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন পরে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ন্যায়নীতি ও ইসলাম ও দেশপ্রেমিক শক্তির ভিত্তিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ফটিকছড়ির সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার ও ফটিকছড়ি থানা সাবেক আমির মাস্টার নাজিম উদ্দীন সিকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা শিল্পকলায় দুদিনব্যাপী এন্টিকস প্রদর্শনীর উদ্বোধন
পরবর্তী নিবন্ধগ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আপনাদের পবিত্র দায়িত্ব