ফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৩:৫৩ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে ছুরিকাঘাত করে হেলাল উদ্দিন (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- ওই এলাকার হোসেন মাঝি বাড়ির মৃত আবুল কালামের ছেলে মেহরাব হোসেন অপি(২০), একই বাড়ির নুরুল হুদা বাবুলের ছেলে লতিফুর রহমান রোকন(২১)।
নিহত হেলাল উদ্দিন নিশ্চিন্তাপুর গ্রামের হানিফ বাড়ির মৃত ফজল বারীর পুত্র। তিনি পেশায় একজন ইলেক্ট্রিক মিস্ত্রি।
নিহতের স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে ফটিকছড়ি থানায় আটক দুই জনকে প্রধান আসামি ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সুলতানা রাজিয়া বলেন, ছোট দুটি শিশু নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো ? আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বলেন, রাতেই হত্যাকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরোয়াংছড়িতে সাবেক মেম্বারকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ৭৪