ফটিকছড়িতে ছুরিকাঘাতে আহত ১

কথা কাটাকাটির জের

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে কথা কাটাকাটির জের ধরে মো. বাবুল (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে নাজিরহাট বাজারের সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। বাবুল হাটহাজারীর গুমান মর্দন ইউনিয়নের বালুখালী এলাকার মো. ইলিয়াছের পুত্র। এ ঘটনায় ঝংকার মোড় থেকে মো. সাকিব (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বাবুল র্দীঘদিন ধরে নাজিরহাটের শ্বশুর বাড়িতে বসবাস করেন। পার্শ্ববর্তী তৈয়ব ড্রাইভারের পুত্র সাকিবের সাথে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে সাকিব বাবুলকে ছুরিকাঘাত করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে বাবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যেমন চলছে লকডাউন
পরবর্তী নিবন্ধগণ্ডামারায় শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি