ফটিকছড়িতে গোয়ালঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে ইয়াসমিন আকতার শাখি (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ মানিকপুর মনু তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ঘটনার দিন সকালে নিহতের স্বামী বাদশা মিয়া নামাজ শেষে নাস্তা করে কৃষিকাজে মাঠে যান। কাজ শেষে বাড়িতে ফিরে তিনি স্ত্রীকে না পেয়ে চারদিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ঘরের সামনে গোয়ালঘরে গিয়ে দেখেন, তার স্ত্রী রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। স্বামীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আবছার উদ্দিন জানান, খবর পাওয়ার পর আমি দ্রুত পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেনখবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার লিমন চাকরি হারানোর পর নেশাগ্রস্ত হয়ে পড়েন
পরবর্তী নিবন্ধকোনো জবরদস্তি দেশের মানুষ সহ্য করবে না : জোনায়েদ সাকি