ফটিকছড়িতে পাচারকারীদের গাছ কাটতে বাধা দেয়ায় দাঁতমারা হাসনাবাদ বিটের রেঞ্জ কর্মকর্তা সিফাত আল রাব্বি ও বিট কর্মী সোহেলের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দাঁতমারা হাসনাবাদ বিটের পশ্চিমে এ ঘটনাটি ঘটে।
নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান জানান, পাচারকারীরা হাসনাবাদ বিটের পশ্চিম পাশে সরকারি বনের গাছ কেটে নিয়ে যাচ্ছিল। এ সময় রাব্বি ও সোহেল তাদের বাধা দিলে তারা দুজনের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) শফিকুল ইসলাম বলেন, সরকারি বনে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।












