ফটিকছড়িতে গাছ কাটতে বাধা দেয়ায় দুই বন কর্মকর্তার ওপর হামলা

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৪:৪১ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে পাচারকারীদের গাছ কাটতে বাধা দেয়ায় দাঁতমারা হাসনাবাদ বিটের রেঞ্জ কর্মকর্তা সিফাত আল রাব্বি ও বিট কর্মী সোহেলের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দাঁতমারা হাসনাবাদ বিটের পশ্চিমে এ ঘটনাটি ঘটে।

নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান জানান, পাচারকারীরা হাসনাবাদ বিটের পশ্চিম পাশে সরকারি বনের গাছ কেটে নিয়ে যাচ্ছিল। এ সময় রাব্বি ও সোহেল তাদের বাধা দিলে তারা দুজনের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) শফিকুল ইসলাম বলেন, সরকারি বনে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়
পরবর্তী নিবন্ধহাটহাজারীর পৃথক স্থানে অজ্ঞাত দুই লাশ