ফটিকছড়িতে গাছের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোহাম্মদ ইমন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মধ্য হারুয়ালছড়ি গ্রামের বিমান চত্বর সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমন ওই এলাকার ভ্যেরন্না পাড়ার ফকির আহমেদের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ইমন ঘর থেকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বের হয়। দীর্ঘক্ষণ না ফেরায় প্রতিবেশী বাড়ি ও স্থানীয় বাজারে তার খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।

শনিবার সকালে ইমনের বাড়ি থেকে প্রায় ৫শ’ মিটার দূরে বিমান চত্বরের পাশে একটি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ভুজপূর থানার তদন্ত অফিসার নুরুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দুই ঈগল পরিবহনের সংঘর্ষে ১২ জন আহত
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় হেফজ খানার ছাত্রের লাশ উদ্ধার