ফটিকছড়িতে গভীর রাতে ইমামকে ডেকে নিয়ে মারধর, মামলা

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ১১:১১ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ধর্মপুরে মসজিদের ইমাম ও এক যুবককে গভীর রাতে ডেকে নিয়ে মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বুধবার গভীর রাতের এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোবাহান বাপের বাড়ির বায়তুছ সালাত জামে মসজিদের ইমাম আজিজুল হক (৩৫) এবং স্থানীয় ইব্রাহীম পারভেজ (২৫) নামের এক যুবককে রাত ২টায় মুঠোফোনে ডেকে নিয়ে ব্যাপক মারধর করে স্থানীয় দুষ্কৃতিকারী জামাল ও তার দল। এ ব্যাপারে ইমাম আজিজুল হক জানান, আমাকে ও পারভেজকে রাতে মুঠোফোনে ঢেকে নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করে জামাল। সে বলে, তোমাদের মসজিদের মিলাদুন্নবী (দ.) পোস্টারে আমাদের মসজিদের খতিবকে ইমাম লিখছ কেন? এই বলে আরো ২/৩ জন মিলে আমাদের মারধর শুরু করে। জীবন বাঁচাতে আমি সেখান থেকে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিই। পরে স্থানীয় লোকজন জানতে পেরে আমাদের উদ্ধার করে। এ ব্যাপারে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার রিদুয়ান বলেন, ধর্মপুরে মসজিদের ইমামকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। উল্লেখ্য, ৪/৫ বছর পূর্বেও হামলাকারী জামালরা ওই মসজিদের মুসল্লী ছিল। পরে তারা একটি আলাদা মসজিদ তৈরি করে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় সমবায় দিবস আজ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পিকআপ ভর্তি আকাশমনি কাঠ জব্দ