ফটিকছড়ির ভূজপুরে অবৈধভাবে পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এতে ৪টি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সীলগালা এবং এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। তিনি জানিয়েছেন, অভিযানে ভূজপুর জেনারেল হাসপাতাল লাইসেন্সবিহীনভাবে পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে সিলগালা করা হয় এবং সংযুক্ত ফার্মাসিতেও অভিযান চালিয়ে ড্রাগ লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে, হেঁয়াকো মেডিকেল সেন্টারের মালিক মোহাম্মদ ইউনুচ মিয়াকে লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ওই প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
যথাযথ কর্তৃপক্ষের অনুমতিবিহীন পরিচালিত হেঁয়াকো বাজারের সেবা মেডিকেল হল সিলগালা করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে তৎসংলগ্ন ফার্মেসির মালিক পালিয়ে যান। এসময় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরেফীন আজিম, ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দীন ফারুকীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।