ফটিকছড়ি উপজেলায় ঝঅঈচ প্রকল্পের আওতায় স্থাপিত উচ্চমূল্যের ফসল ফুলকপি প্রদর্শনী প্লটে কৃষক মাঠ দিবস গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা। বিশেষ অতিথি ছিলেন ডিএই চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রঘুনাথ নাহা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আবু সালেক। মাঠ দিবসে কৃষকদের সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি, উচ্চমূল্যের ফসল চাষ পদ্ধতি, পোকামাকড় দমন কৌশল, জৈব কৃষির ব্যবহার ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা হালদার পাড়ার উর্বর জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করে সুষম সার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। বিভিন্ন ফসলে পরিমিত সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কৃষিকে আরও লাভজনক করতে আগাম ও অফ সিজন জাতের ফসল চাষের বিষয়েও কৃষকদের উৎসাহিত করা হয়। আয়োজকরা জানান, মাঠ পর্যায়ে এ ধরনের কর্মসূচি কৃষকদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখছে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।












