শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১১৭তম ওরশ শরিফ উপলক্ষে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ব্যবস্থাপনায় ১৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে আগামী ১৯ জানুয়ারি উলামা সমাবেশ উদযাপনের প্রস্তুতি সভা গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী কনফারেন্স হলে মুজিবুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুহাম্মদ আবুল কাসেম। প্রধান অতিথি ছিলেন উলামা সমাবেশ উদ্যাপন পরিষদের আহ্বায়ক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আজহারি।
অতিথি ছিলেন আবুল কালাম, ইলিয়াস হোসাইনি, রফিক উদ্দিন, নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন, মো. বেলাল, মো. মনসুর, মো.জালাল, মো.কায়সার, আবু তাহের, সাইফুদ্দিন, রবিউল হক, মুহাম্মদ তামজিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।