ফটিকছড়িতে ইয়াবাসহ মাহমুদ উল্লাহ (৩২) নামে এক যুবককে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ড দক্ষিণ রাঙ্গামাটিয়া চৌমুহনী বাজারের পূর্ব পাশে রাস্তা থেকে ৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত মাহমুদ উল্লাহ ঐ এলাকার কাজ্বী ইউসুফ আলী চৌধুরী বাড়ির মুহাম্মদ ইউসুফ চৌধুরীর ছেলে।
ফটিকছড়ি থানা উপ–পরিদর্শক (এসআই) মাজহার জানান, মাহমুদ উল্লাহ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। তাকে হাতেনাতে ধরার জন্য আগেও চেষ্টা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পূর্বে কোনো মামলা রয়েছে কি না সেটিও যাচাই করা হচ্ছে। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, ইয়াবাসহ আটক মাহমুদ উল্লাহ নামে যুবককে আটকের পর মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।












