ফটিকছড়িতে ইসলামী আন্দোলনের প্রতিনিধি সম্মেলন

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৩:৫৭ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন ফটিকছড়ি উপজেলা শাখার উপজেলা তৃণমূল প্রতিনিধি সম্মেলন গত বুধবার সদরের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন ফটিকছড়ি থানার সভাপতি এম এম শওকত আলী আযমীর সভাপতিত্বে ও আলী আকবর, তাওহীদুল আলম ও আমান উল্লাহর যৌথ পরিচালনায় উপজেলা তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি ছিলেন আতিকুল্লাহ বাবুনগরী, জান্নাতুল ইসলাম, জুলফিকার আলি, ইউসুফ পিয়াস ও খালেদ সুলতানি। বক্তব্য রাখেন মামুনুল হক সিদ্দিকী, হাবিবুল্লাহ দিদু, আমীর হোসাইন, হোসাইন আহমাদ চাটগামী, নাছির উদ্দীন, মুমিনুল হক, আলী আনছার, খালেদ সাইফুল্লাহ, ডা. আনোয়ার হোসাইন, ইরফান কাদের, মাওলানা মানসুর, আরফাতুল্লাহ,ওয়াক্কাস আলী, হাফেজ ইসমাইল হোসাইন, হাফেজ আরিফুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকল্পনায় প্রেম: এক ভিন্ন বাস্তবতা
পরবর্তী নিবন্ধমাদক ও সন্ত্রাস প্রতিরোধে কাজ করতে হবে