ফটিকছড়িতে আ. লীগের পক্ষে চিকা মারার সময় যুবলীগ নেতাসহ আটক ৩

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:৪৫ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে দিনেদুপুরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের পক্ষে চিকা মারার সময় ওই সংগঠনের ৩ নেতাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা মারার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন পৌরসভা যুবলীগের সহসভাপতি মো. তারেক হোসেন ও তার সহযোগী মো. আকরাম ও মোহাম্মদ বেলাল। এদিকে, এর আগের দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে নানুপুর বাজার এলাকা থেকে হাসান মুন্সী এবং সমিতিরহাট ইউনিয়ন থেকে দিদারুল আলম নামে আরও দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার বিষয়ে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাউছিয়া কমিটি, তালিমুদ্দীন মাদ্রাসা ও উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা মারার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, ছাত্র সমন্বয়ক ও সাধারণ জনগণ তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ফটিকছড়ি থানায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘নিম্নমানের কিটক্যাট’: একটি ব্যাচ বাজার থেকে সরানোর আদেশ
পরবর্তী নিবন্ধসু চি হয়ত মারা গেছেন, আশঙ্কা ছেলের