ফটিকছড়িতে বসতবাড়ির সীমানার বিরোধ নিয়ে হামলায় আহতের ৩ দিন পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায়, গত বুধবার বেলা সাড়ে ৩টায় ফটিকছড়ির সুন্দরপুর ইউপির আজিমপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে বৈকুণ্ঠ চন্দ্র নাথকে প্রবাসী সবু কান্তি নাথ গাছের বাটাম দিয়ে মাথা ফাটিয়ে দেয়। তখন তাকে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বৈকুণ্ঠ চন্দ্র নাথ (৭০) মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এর আগে হামলার ঘটনায় গত বৃহস্পতিবার একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি সবু কান্তি নাথ এবং অন্যজন টিংকু রাণী নাথ।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন, ঘটনার পর পর একটা মামলা হয়েছিল। এ ঘটনায় টিংকু রানী নাথ আটক আছে। শুনেছি এ ঘটনায় গুরুত্বর আহত বৈকুণ্ঠ চন্দ্র নাথ মারা গেছেন। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












