ফটিকছড়িতে তৃতীয় ধাপে আরো দুটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল ১০টায় উপজেলার পাইন্দং ইউনিয়নের টেকনিক্যাল কলেজের উত্তর পাশে এই অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। গুঁড়িয়ে দেওয়া ভাটাগুলো হলো এসএনবি ব্রিকস ও একতা ব্রিকস।