চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন না দেওয়ায় মানববন্ধন ও মিছিল করেছে ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ১৪ নভেম্বর ২০২৫ (শুক্রবার) বিকাল ৩টা থেকে সমিতিরহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। এসময় বক্তারা বলেন, “কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও যোগ্য রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে ফটিকছড়ির সাধারণ মানুষের পাশে থেকে দল ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছেন। দলের সংকটময় সময়ে তিনি মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন, যা তৃণমূলের কাছে তাঁকে আরও জনপ্রিয় করেছে।”
সমিতিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন– সরোয়ার মফিজ, নাজিম উদ্দিন, আজম মেম্বর, আনোয়ার হোসেন, জয়নাল হাজারী, গাজী মোরশেদ, আরফানুল করিম সুমন, প্রফেসর শাহ আলম, এড. জসিম, আবুল বশর, বাপ্পী, সাইফুল ইসলাম সাগর প্রমুখ।












