ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৮টি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের রাজঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ব্যবসায়ীদের দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্তের দাবি জানিয়েছেন তারা। স্থানীয়রা জানায়, প্রথমে একটি দোকানে আগুন দেখা দেয়। দ্রুত পাশের দোকানগুলোতে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মী রুহুল আমিন জানান, রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ১২টা ১৫ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইয়াকুব জানান, তাদের সারিবদ্ধ এক লাইনে ছিল প্রায় দশটি দোকান। এর মধ্যে আটটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। যেখানে শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে, সেখানে বিদ্যুতের লাইন বা সংযোগ ছিল না। তাই কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগাতে পারে। ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা প্রাথমিকভাবে যা দেখেছি, তাতে পরিকল্পিত বা নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে–অসাবধানতাবশত আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। ফার্নিচারের কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম জানান, আগুন লাগার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি পরিকল্পিত ঘটনা নয় বলে আমরা বুঝতে পেরেছি। সেখানে ফার্নিচার তৈরির কারখানা থাকায় শুকনো কাঠ দ্রুত দাহ্য হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।












