ফটিকছড়িতে অপহৃত স্কুলছাত্রী হাটহাজারীতে উদ্ধার, গ্রেপ্তার চার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে অপহরণের তিন মাস পর নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী থানার পশ্চিম দেওয়ান নগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় মূল অপহরণকারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার এ তথ্য জানায় র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- মূল আসামি ফটিকছড়ি থানার ধর্মপুর গ্রামের মোহাম্মদ ওসমানের ছেলে মোহাম্মদ সাইমুন (২৪), তার মা হাসিনা বেগম (৪৫), মোহাম্মদ হাবিবের ছেলে মোহাম্মদ রাসেল (২৫) এবং পটিয়া থানার পূর্ব আশিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে মো. সোহেল (৩৭)।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেপ্তারকৃতরা অপহরণে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। ভিকটিমের বয়স ১৫ বছর, নবম শ্রেণিতে পড়ে। একই গ্রামের গ্রেপ্তারকৃত সাইমুন তাকে সবসময় উত্যক্ত করত। মেয়েটি বিষয়টি তার পরিবারকে জানালে সে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত। এক পর্যায়ে গত ১৩ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ওই শিক্ষার্থী ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে গেলে তাকে জোরপূর্বক সিএনজি টেঙিতে তুলে নিয়ে যায় সাইমুন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। পরে শুক্রবার রাতে হাটহাজারীতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাদের ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধপরিচয় মিলেছে কর্ণফুলীতে ডোবায় পাওয়া সেই মরদেহের
পরবর্তী নিবন্ধস্বর্ণের দাম ভরিতে বাড়লো ২,৩৩৩ টাকা