ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

৬ষ্ঠ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অথেন্টিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ট্যালেন্ট হান্ট এঙাম২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২০ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুন নুর মওলা (বীরপ্রতীক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন আজিদ তাওরাতের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার এনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেনকার্যকরী সদস্য আহমেদ শাহরিয়ার ইশতিয়াক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেনফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. লিয়াকত আলী চৌধুরী, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জহুরুল ইসলাম, ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন সরকার, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ শহিদুল আজম, হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হায়দার, দৌলতপুর আবদুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদুল আলম, গাউছিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক এবং নারায়নহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল দাস। এসময় তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক সায়মা সুলতানা, শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যয়নরত মাহামুদা সুলতানা এবং অভিভাবকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক আমিরহাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নেছার উদ্দীন ইকবাল। উল্লেখ্য, চলতি বছর ৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৫৫ জন শিক্ষার্থী সাধারণ ও বিশেষ গ্রেডে বৃত্তি অর্জন করেন। পরিশেষে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী, প্রাইজমানি, সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে উপজেলা বিএনপির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধচান্দগাঁও থানা যুবদলের মিছিল ও সমাবেশ