ফটিকছড়িতে অটো ব্রিকস মেশিনে আটকে শ্রমিকের মৃত্যু

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি অটো ব্রিকস মেশিনে আটকে গিয়ে রায়হান উদ্দীন (১৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়ন এম এ ব্রিক্স ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উদ্দীন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। তিনি ফটিকছড়ির রেজাউল করিমের মালিকানাধীন এম এ ব্রিক্স নামের একটি ইটভাটায় অটো ব্রিকস মেশিনের অপারেটর হিসেবে কাজ করত।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতাবশত রায়হানের একটি পা অটো ব্রিকস মেশিনে আটকে যায়। একপর্যায়ে মেশিনটি তাকে ভেতরে টেনে নেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস কর্মকর্তা কাইয়ুম জানান, নামাজ শেষে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মেশিন থেকে রায়হান উদ্দীনের মরদেহ উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে ফটিকছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সমিতির নাসির উদ্দিন চৌধুরী জানান, অটো ব্রিকস মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। মেশিনে আটকে যাওয়ার পর তিনি আর বের হতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার ও আইনি প্রক্রিয়া চলমান ছিল।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুইটি ভয়াবহ অগ্নিকান্ড
পরবর্তী নিবন্ধলামায় ত্রিপুরা শিশুকে ধর্ষণের চেষ্টা, দুই যুবক আটক