ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে সাত বসতঘর পুড়ে ছাই

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে অন্তত ৬ পরিবারের ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের রুস্তমিয়া মাদ্রাসার পাশে মনু হাজির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন প্রকাশ দুদুর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। ঘটনার সময় বাড়ির লোকজন সবাই ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর চিৎকারে সবাই ছুটে আসে। স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পার্শ্ববর্তী নাসিরের ঘরেও আগুন ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধমাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৭১ ব্যাচের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআমার যা আছে তা নিয়ে শান্তিতে থাকতে হবে, তাহলে আমরা গরিব হব না