ফটিকছড়ি হাসপাতালে আবারও রোগীর গলার চেইন চুরি করতে গিয়ে মহিলা আটক

| বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:১৭ অপরাহ্ণ

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে আবারও এক মহিলা ধরা পড়েছেন।

বুধবার (২৭ সেপ্টম্বর) সকাল ১১ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আউট ডোরে এ ঘটনা ঘটে। আটককৃত মহিলা একেক সময় একেক কথা বলছেন। বাড়ি কখনো কিশোরগঞ্জ কখনো ময়মনসিংহ বলে জানান।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার সকালে আউটডোরে চিকিৎসা নিতে আসা এক মহিলার গলার চেইন কৌশলে খুলে নিয়ে যাচ্ছিল আটক মহিলা।

বিষয়টি লাইনে দাঁড়ানো রোগীনী টের পেয় চ্যালেঞ্জ করেন। পরে অন্যান্যদের সহায়তায় ঐ মহিলাকে আটক করে ফটিকছড়ি থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ এসে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য- গত রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আউটডোর থেকে একই কায়দায় এক মহিলার দুই ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় চোরের দল।

এছাড়াও রোগীর পরিধেয় স্বর্ণ চুরির ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিগত এক বছরে তিন মহিলা চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছিল। তাদের বাড়িও ছিল কিশোরগঞ্জ-সিলেট জেলায়।

বিষয়টি স্বীকার করে ফটিকছড়ি থানার ওসি মীর নুরুল হুদা বলেন- আটক মহিলা হাসপাতাল থেকে স্বর্ণ চুরি চক্রের সদস্য কিনা যাচাই করা হচ্ছে। পরে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘আমাকে সবাই মনে রাখিয়েন, ভুলে যাইয়েন না’ (ভিডিও দেখুন)
পরবর্তী নিবন্ধ“তামিমের আচরণ বাচ্চাদের মতো”