ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবারে বার্ষিক ফাতেহা মাহফিল

| বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবারের আল্লামা মুফতি সৈয়দ আব্দুল কাহের (রহ.) এর বার্ষিক ফাতেহা উপলক্ষে মিলাদ মাহফিল গতকাল মঙ্গলবার দরবারের বাগেহুদা খানকায় অনুষ্ঠিত হয়। গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতির উদ্যোগে ফাতেহা শরীফ মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবারের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (.জি.)। প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাওলানা আব্দুল শাকুর আনসারী। উদ্বোধক ছিলেন জিয়া উদ্দিন জিয়া। স্বাগত বক্তব্য দেন, নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা। প্রধান বক্তা ছিলেন মাওলানা জসিমউদ্দীন আলকাদেরী।

মাহফিলে বিশেষ আলোচক ছিলেন মাওলানা তারেকুল ইসলাম আলকাদেরী, শামসুল আলম হুসেন, মো. পেয়ারুল ইসলাম, মো. সাইফুল ইসলাম মজিদি, মো. মাস্টার ইসমাইল, মো. সাইফুল আলম মাসুদ, মো. দিদার, মো. ফজল কাদের, মো. আব্দুর কালাম, মোহাম্মদ শাহজালাল। সালাত সালাম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার গিয়ে নিখোঁজ, সিলেটের ৬ শ্রমিক উদ্ধার
পরবর্তী নিবন্ধপটিয়া যুবলীগ ও শ্রমিক লীগের ২ নেতা নগরীতে গ্রেপ্তার