ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবারের আল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ) দুই দিনব্যাপী ২৯তম বার্ষিক ওরশ দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ১৫ ডিসেম্বর শেষ হয়। ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবারের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জমিয়তুল ফালাহ্ মসজিদের সাবেক পেশ ইমাম আল্লামা নূর মুহাম্মদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন সৈয়দবাড়ি দরবারের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, অধ্যক্ষ আল্লামা মুফতি হারুনুর রশীদ, আল্লামা শাহ নুর মোহাম্মদ আলকাদেরী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, আল্লামা আনোয়ার হোসাইন, আল্লামা মুহাম্মদ নুরুল আবছার, মাওলানা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, মাওলানা জসিম উদ্দিন আবেদী, চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া, মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, অধ্যাপক গিয়াস উদ্দিন, মাওলানা হাফেজ আব্দুল হাই, অধ্যাপক মীর আব্দুর রহিম মুনিরী, এম মহিউল আলম চৌধুরী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ আলমগীর হোসেন, মাওলানা মুহাম্মদ তারেক, মো. নাছির উদ্দিন, গাউছিয়া সমিতির সভাপতি মুহাম্মদ মনসুর সিকদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আজম, মাওলানা আবু জাফর, মুহাম্মদ শাকিল রেজা, মুহাম্মদ শাহজালাল প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং বিশ্বের নির্যাতিত মানবতার কল্যাণে মুনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।