ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবারে জশনে জুলুস কাল

| মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলার নেতৃত্বে কাল বুধবার সকাল ৮টায় জশনে জুলসে ঈদে মিলাদুন্নবী () অনুষ্ঠিত হবে। গাউসিয়া সমিতি বাংলাদেশ ও গাউসিয়া যুব সমিতির ব্যবস্থাপনায় সৈয়দবাড়ি দরবার শরিফ থেকে জশনে জুলুস শুরু হয়ে আজাদী বাজার, জাফতনগর, মোহাম্মদ তকির হাট ঘুরে বিভিন্নস্থানে পথসভা শেষে দরবার শরিফ প্রাঙ্গণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করে দেশ ও বিশ্ববাসীর শান্তি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করবেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলন পটিয়া শাখার ঈদে আজম শোভাযাত্রা
পরবর্তী নিবন্ধস্বাধীন বাংলাদেশের ইসলামি অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়