ফটিকছড়ি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি সরকারি কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার কলেজ মাঠে ২দিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতায় বার্ষিক ক্রীড়া (বহি:), সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বার্ষিক ক্রীড়া (আন্ত🙂 প্রতিযোগিতায় প্রায় ১৫টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ শেষে এদিন পুরস্কার বিতরণ করা হয়।

প্রভাষক মো: জয়নাল আবেদীন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল খালেক। এসময় তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার প্রয়োজনীয়তা আছে। ছেলে মেয়েদের থেকে সারাদিনের মোবাইলের রোগ সারাতে হলে মাঠে আসতে হবে। খেলার পাশাপাশি সাহিত্য চর্চা করতে হবে, তবেই সাফল্য লাভ করা যাবে। শুধুমাত্র পড়াশোনা নয়, খেলাধুলা ও সাহিত্য চর্চার মধ্য দিয়ে সম্মান এবং আর্থিক ভাবে লাভবান হওয়া যায়। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাং ইকবাল, রিদুয়ানুল হক, শহীদুল ইসলাম, ইদ্রিস মিয়া, ফারহানা আফরোজা, রাশেদুল ইসলাম চৌধুরী, এন.এম.রহমত উল্লাহসহ কলেজের শিক্ষককর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে শহিদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধপোমরা মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত