ফটিকছড়ি শাহ্‌ মীর মুনিরীয়া দরবারে ওরশ কাল

| শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের আল্লামা শাহসুফী সৈয়দ মীর আহমদ মুনিরীর (রহ.) ৪৭ তম ওরশ আগামি ১৫ ও ১৬ ফেব্রুয়ারি শনিবার ও রবিবার শাহ্‌ সৈয়দ মীর ছাহারা মঞ্জিলে অনুষ্ঠিত হবে। আঞ্জুমানে গাউছিয়া বারীয়া মীর মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবু ছাদেক মুনিরীর সঞ্চালনায় ওয়াজ মাহফিলে খতমে কোরআন, নাতে মোস্তফা (.), যিকির আজকার ও মিলাদ মাহফিল শেষে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করবেন দরবারের পীর শাহসুফী সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী (.জি..)

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে এমবিএ এসোসিয়েশনের গ্র্যান্ড কনভেনশন ও রিইউনিয়ন