ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের আল্লামা শাহসুফী সৈয়দ মীর আহমদ মুনিরীর (রহ.) ৪৭ তম ওরশ আগামি ১৫ ও ১৬ ফেব্রুয়ারি শনিবার ও রবিবার শাহ্ সৈয়দ মীর ছাহারা মঞ্জিলে অনুষ্ঠিত হবে। আঞ্জুমানে গাউছিয়া বারীয়া মীর মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবু ছাদেক মুনিরীর সঞ্চালনায় ওয়াজ মাহফিলে খতমে কোরআন, নাতে মোস্তফা (দ.), যিকির আজকার ও মিলাদ মাহফিল শেষে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করবেন দরবারের পীর শাহসুফী সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী (ম.জি.আ.)।