ফটিকছড়ি শান্তিরহাটে আগুনে পুড়ল আট দোকান

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ির শান্তিরহাটে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা দাঁতমারা ইউপির শান্তিরহাটে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। জানা যায়, আগুনে মফিজের কুলিং কর্ণার, মতিনের ২টি মোটরসাইকেল গ্যারেজ, ওসমানের কুলিং কর্নার, ২টি গ্রিল ওয়ার্কশপ, শাহজাহানের দর্জি দোকান এবং কাদেরের সাইকেলের গ্যারেজ পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া ৭টি দোকানের মালিক আজম এবং স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১টার পর স্থানীয়রা আগুনের লেলিহান দেখতে পেয়ে আগুন নিভানোর চেষ্টা করে। রাত আড়াইটার দিকে উপজেলা ফায়ার সার্ভিসের টিম আসে এরপর স্থানীয়দের সহযোগিতায় সকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ৮টি দোকান পুরোপুরি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত আজমের দাবি, কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, এ ঘটনায় প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়েছে। ৮১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে।

এদিকে এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী এবং দাঁতমারা ইউপির চেয়ারম্যান মো. জানে আলম ঘটনাস্থলে পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
পরবর্তী নিবন্ধরাউজানে ডাকাত জানে আলম দুটি অস্ত্রসহ আটক