ফটিকছড়ি-রাউজানের মিলন ঘটাবে সর্তা সেতু, দুই উপজেলায় নব দিগন্তের সূচনা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি এবং রাউজানে দুই উপজেলায় যোগাযোগ ক্ষেত্রে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে খিরামে ফটিকছড়ি এবং রাউজান উপজেলার সংযোগস্থলে হচ্ছারঘাট-হলদিয়া “সর্তা সেতু” ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাউজানের সাংসদ এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আমার থানার একদম পাশেই ফটিকছড়ি উপজেলা। এ সেতুর মাধ্যমে দু’উপজেলার মধ্যে সম্পর্ক বাড়বে, নতুন সম্পর্ক তৈরী হবে। আমি রাউজানের এমপি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট। সব জায়গায়া কাজ করতে পারি। এ উপজেলায় আরো কাজ করবো এবং আরো একটি ব্রীজ নির্মাণ করবো।

প্রায় ২৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত সর্তা সেতু ফটিকছড়ি এবং রাউজানের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ঘটাবে। এ পাড়ের মানুষ নিজেদের কৃষিপণ্য ওই পাড়ে বিক্রি করতে পারবে।

দু’দিকের জনপদে আসবে আমূল এক পরিবর্তন। দু’পাড়ে সেতুর জন্য হবে প্রায় এক কিলোমিটার সড়ক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন -চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, আ.লীগ নেতা এসএম বাকের, বখতিয়ার সাঈদ ইরান, মুহাম্মদ শাহনেওয়াজ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শহিদুল আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ, লোকমান হোসেন, মোঃ হাসান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক হায়দার আলী, যুগ্ম সম্পাদক জাসেম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী নাসির, ছাত্রলীগের আহ্বায়ক পেয়ারু, কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পাসে মোবাইল নিয়ে ঘোরাঘুরি করলে ব্যবস্থা
পরবর্তী নিবন্ধতফসিলের জন্য আরও দুদিন অপেক্ষা করতে হবে : ইসি সচিব