ফটিকছড়ির শান্তিরহাটে বিএনপির রোডমার্চে যোগ দিতে যাওয়া গাড়ি বহরে হামলার অভিযোগ তুলেছে বিএনপি নেতাকর্মীরা। ৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দাঁতমারা ইউপির শান্তিরহাটে এ ঘটনা ঘটে বলে জানায় তারা।
এ ব্যাপারে ফটিকছড়ি পৌরসভা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক বিলুপ্ত রাঙ্গামাটিয়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী আজাদীকে বলেন- ফটিকছড়ির শান্তিরহাটে আমাদের গাড়ি বহরে হামলা করতে আসে সন্ত্রাসীরা। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের গাড়ির গ্লাস ভেঙে দেয়।
পরে সন্ত্রাসীরা আমাদের প্রতিরোধের মুখে পালিয়েছে।
এ ব্যাপারে দাঁতমারা ইউপি আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো. মাহাবুল আলম বলেন- আজকে আমাদের কোন প্রোগ্রাম নাই। তাছাড়া এ বিষয়ে আমি কিছু জানিওনা। মাত্রই শুনলাম।