ফটিকছড়ি বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) চট্টগ্রাম জোনের উদ্যোগে ফটিকছড়িতে দুই শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা সদর বিবিবিরহাটে ফটিকছড়ি শাখা অফিসে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, ফটিকছড়িতে বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই কঠিন মুহূর্ত কাটিয়ে উঠতে সময়ের প্রয়োজন। বন্যাপরবর্তী সময়ে তাদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিৎ।

এ সময় উপস্থিত ছিলেন, সংস্থাটির উপপরিচালক মো. ফিরোজ আল মামুন, সহকারী পরিচালক মো. মোমিনল ইসলাম, জোনাল আইটি এনামুল হক চৌধুরী, এপিএম মো. সুলতান মাহমুদ, শাখা ব্যবস্থাপক মো: সিদ্দিকুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবেতাগী আনজুমানে রহমানিয়ার জশনে জুলুস মঙ্গলবার