ফটিকছড়ি পৌরসভা পূজা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌরসভা পূজা উদ্‌যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন গত ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি স্বপন কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল দাশের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন। উদ্বোধক ছিলেন অ্যাড. উত্তম কুমার মহাজন। প্রধান বক্তা ছিলেন বিশ্বজিৎ রাহা চৌধুরী।

বিশেষ বক্তা ছিলেন রুপক কান্তি দেব অপু। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মোহাম্মদ হেলাল উদ্দীন, মো. জহির উদ্দিন বাবর, এহসান, ফিরোজা বেগম, সমীর কান্তি পাল, স্বপন কুমার ধর, প্রদীপ কুমার রায়, রনজিত ভট্টাচার্য্য মনি, কাজল পাল, রুপক দে, বিপ্লব খাস্তগীর, রনজিৎ চক্রবর্তী, শান্তনু পাল টিসু প্রমুখ।

সম্মেলনের ২য় পর্বে অজিত চন্দ্র দে সুজনকে সভাপতি ও উজ্জ্বল শীলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসন ও কালুরঘাট রেলকাম সেতু বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা
পরবর্তী নিবন্ধচাঁদেরহাটের ফ্রি চিকিৎসা ক্যাম্প