ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ ও বই বিতরণ উৎসব গতকাল শনিবার বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন নারায়ণহাট কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আনোয়ারুল করিম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের একাডেমিক পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন, পরিচালক মোহাম্মদ জামাল হোসেন, ব্যাংকার হারুন অর রশীদ, মোহাম্মদ আহসান হাবীব ও শিক্ষক এএইচএম মিজানুর রহমান। মুখ্য আলোচক ছিলেন ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশনের চিফ কো–অর্ডিনেটর এম কামরুল হাসান চৌধুরী।
ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা আলী আজগরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক আবু সাঈদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মেরিন আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইয়াছিন আরাফাত। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুন নাবিহা পাপড়ি, নাতে রাসুল (সা.) পরিবেশন করে তৃতীয় শ্রেণির ছাত্র মাশরুর হাসান চৌধুরী, গীতা পাঠ করে চতুর্থ শ্রেণির ছাত্রী স্মৃতি মণি ত্রিপুরা, ত্রিপিটক পাঠ করে ৫ম শ্রেণির ছাত্র উম্যামং মারমা উজয়। প্রেস বিজ্ঞপ্তি।