ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে গাউসিয়া হক মঞ্জিলের সমন্বয় সভা

| রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারীর (.) ১১৯তম উরস আগামী ২৪ জানুয়ারি মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার গাউসিয়া হক মনজিলে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে এক প্রশাসনিক সমন্বয় সভা মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্‌ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (.)। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী, কেন্দ্রীয় পর্ষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ, ফটিকছড়ি নাজিরহাট বিট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহাবুদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শহীদ ভূইয়াঁ, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তাবৃন্দ, পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তাবৃন্দ। বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.)-র মাজার শরিফ এর খাদেম মাওলানা হাবিব উল্লাহ মিলাদকিয়াম পরিচালনা করেন। সভার পরিসমাপ্তিতে দেশজাতি ও উম্মাহ র কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (.)

পূর্ববর্তী নিবন্ধদেশে এখন রিজার্ভ ২০ বিলিয়নের ওপরে : গভর্নর
পরবর্তী নিবন্ধচন্দনাইশে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা