ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার উদ্যোগে গতক শনিবার ফটিকছড়ি বিবিরহাটস্থ সানমুন কনভেনশন হলে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা সভাপতি মাওলানা ছৈয়দ মমতাজ উদ্দীন হোসাইনীরর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক ছিলেন– আল্লামা ছৈয়দ ইকবাল ফজল আল হাসানী আল মাইজভান্ডারি। প্রধান বক্তা ছিলেন –ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা নাজমুল হক আখন্দ। বিশেষ অতিথি ছিলেন – এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অধ্যাপক আল্লামা জয়নুল আবেদীন জিহাদী, এডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম, কফিল উদ্দীন রানা, কাজী এম আহসানুল আলম, আহমদ রেজা, মোহাম্মদ মিসবাহুল ইসলাম প্রমুখ। এছাড়াও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি বলেন, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন– কেবলই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি কোনভাবেই জাতীয় স্বার্থের সহায়ক নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক স্থিতিশীলতার কোন বিকল্প নেই। যেজন্য সকল পক্ষেরই পারস্পরিক ঐকমত্য জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।











